Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

উপ-সহকারী কৃষি কর্মকর্তা.... মোঃ নজরুল ইসলাম , গ্রামঃ তেঘরীহুদা পোঃ দামোদরপুর উপজেলাঃ কালীগঞ্জ জেলাঃ ঝিনাইদহ।

 

 

ইউনিয়নের কৃষিজাত পন্যের পরিচিতিঃ ধান,পাট, সরিষা, কলাই,ভুট্টা, আলু,গম,মরিচ, শাক-সজ্বী, ও তরি-তরকারী।

১৯. খাদ্য পরিস্থিতি (বাৎষরিক)

(ক) মোট উৎপাদনঃ ------------------৭৪৮৫.৭৫০মেঃটন।

(খ) মোট চাহিদাঃ  --------------------৬০০০ মেঃটন।

(গ) মোট উৎবৃত্তঃ --------------------১৪৮৫.৭৫ মেঃটন।

৪. ইউনিয়নের বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদিঃ ধান,পাট,গম, আলু, সরিষা,ভুট্টা।

৫. ইউনিয়নের সেচ ব্যবস্থাঃ

চাষাবাদ পদ্ধতি প্রধানত বৃাষ্ট নির্ভরশীল্ তবে গভীরও অসভীর নলকুপ,পাওয়ার পাম্পও অন্যান্য সেচ যন্ত্রেও সাহায্যে প্রায়২০০০ হেক্টর জমিতে সেচ দিয়া চাষাবাদ করা হয়। বর্তমানে সেচের সাহায্যে বোরো ধান,শাক-শজ্বি,গম, আলু,সরিষা প্রভৃতি চাষাবাদ করা হচ্ছে। এতে জমির প্রতিবন্ধকতা দুর কওে ফসল উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভূগর্ভস্থ পানি যথাসম্ভব কম ব্যবহার করা এবং ভূ-পৃষ্টের(পুকুর,জলাশয়,নদী) পানির ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিতে হবে।

ছবি